আহবের গান

0
259
Advertisement

ছন্দবদ্ধ জীবনের মাঝে হঠাৎ
ছন্দভাঙার আহুতি শোনা যায়,
গদ‍্যের একঘেয়ে পরম্পরা নয়,
প্রথাভাঙা কোনো অচিন উল্লাস
আগমনীর সুর মেখে জন্মাবে
প্রাচীন তিলোত্তমায়;বিপ্লবের তাড়নায়
ভেঙে যাক সমস্ত জীর্ণ কল্পকথা৷

ওঠো হে নাবিক,সাজাও তরণী,
শক্ত করো হাল,
অনেক তো হলো ঘুম অভিনয়ে,
বিনিদ্র নিশি অবসানের পটভূমিতে
কন্ঠ ছেড়ে গাও গান অর্বাচীন,
সমুদ্রের নীলে ডুবে যাক যত
মালিন‍্য ছিল জমা;অম্বরের বক্ষ
চিরে প্রাণ ভরে শ্বাস নাও
বাঁচার তাগিদে,পথ চলো আরো:
হে পথিক,
দেখা হবে সমীকরণের সমাধানে৷


Advertisement

Leave a Reply