চলার পথে আয়না ও দু’মিনিট

0
401
Advertisement
 সুযোগ পেলেই গড়িয়ে পড়ে অবিরত,
দলা পাকানো আবেগেরা স্বাধীনচেতা;
কান্নাগুলো গুমড়ে মরে পেপার‌ওয়েটের ভারে,
গুমোট সময় মেঘলা আকাশ খোঁজে তাই।

কষ্ট হয়, দুঃখ হয়, দীর্ঘশ্বাস পড়ে অনর্গল-
আগুনের নীচে ছাই হ‌ওয়া কথারা
সূত্রের ভিতর হারিয়ে যায় কেবল,
আর অচেনা শরীর চেনা পোশাকে মানে পোষ।

এত মানুষ,এত স্বপ্ন, আর স্বপ্ন-ভঙ্গের পরম সত্যে
হেঁটে যায় একলা সত্তা সাড়ম্বরের অগোচরে,
ভুল-বোঝাবুঝির ক্লান্ত চাদরে ঘুমোয়
নির্ভীক শিশুত্ব, নিত্য শেকলের উপকথায়।

ভালো থাকাটা শিল্প, বেঁচে থাকাটা প্রয়োজন।
সবাই শিল্পী নয়, তবুও বাঁচতে হয়।
Advertisement

Leave a Reply