মাতৃবন্দনা

0
199
Advertisement

মা তুই ঘুমো,কান ঢেকে যাক প্রযুক্তির ওই আলোর ফাঁদে
তোর পায়ের তলায় ফুল দিয়ে আজ করব পুজো লোকদেখানো
তোর নামে গাইব গান-দু’হাত মুঠো-উড়বে পতাকা
সময় এগোয় সভ‍্যতার চাকায় ব‍্যর্থ-হতাশ-রাস্তা

মা তুই কাঁদিস না,আর কাঁদিস না আজ
স্বাধীন আমি-সম্মানের ভিড়-প্রতিবাদের ভাষা
আমি যে দু’পায়ে দাঁড়াব, ওদের স্বপ্ন ভাবে নি
তবু আজ কাঁধেতে দায়িত্ব-এ সময় জেগে ওঠার

মা তুই জানালার দিকে তাকিয়ে দেখ
এসেছে একবিংশের আহ্বান-এগোতে হবে-এগোতে হবে
তোর শাড়ির আঁচল লুকিয়ে রাখে
সভ‍্যতার ভিতর চুরি যায় নারীর সম্মান

মা তুই আগুন জ্বালা বিদ্রোহের মশালে
পুড়ে ছাই করে দে মুখোশ-লোকদেখানীয়া প্রতিবাদ মঞ্চ
মোমবাতির মিছিলে আমায় পুড়িয়ে মার-
তুইও পুড়ে মর মা…তুইও মেয়ে।

Advertisement
Advertisement

Leave a Reply