Advertisement
অন্তরাল ভেঙে যে সত্যিটা বেরোয়
তার দৃঢ়তা অনেক বেশিঃ
তোমার আমার সরল সমীকরণে
যতটা জটিলতা বর্তমান,তারও বেশি
তবুও শাশ্বত নয়;আসলে
সত্যের চেয়ে সুন্দর কিছু নেই
শুধু চূড়ান্ত গতিময়তার যুগে আমরা
থামতে ভুলে গেছি,ভুলে গেছি
শব্দগুলোর কথা হওয়ার অপেক্ষা করতে,
বিশ্বাসহীনতার যুগে দাঁড়িয়ে আমরা
কথা বলি শব্দগণ্ডের ভাষায়।
…
থামো।বিভাবরী।
…
চলো দাঁড়াই আদিম সত্যের ছায়ায়,
চোখ বন্ধ করে মাখি
দুটো শরীরের প্রয়োজনের শেষে
যেটুকু সারল্য পড়ে থাকে
শব্দসীমাহীন নিঃসুরের মাঝে।
দেখবে,চিরন্তন সমীকরণে আমরা
চলরাশির বিনিময় খেলায়
অবিচল দুটো ধ্রুবক।
…
হাঁটো।বিভাবরী।
…
Advertisement