থামো।বিভাবরী।হাঁটো।

0
231
Advertisement

অন্তরাল ভেঙে যে সত্যিটা বেরোয়
তার দৃঢ়তা অনেক বেশিঃ
তোমার আমার সরল সমীকরণে
যতটা জটিলতা বর্তমান,তারও বেশি
তবুও শাশ্বত নয়;আসলে
সত্যের চেয়ে সুন্দর কিছু নেই
শুধু চূড়ান্ত গতিময়তার যুগে আমরা
থামতে ভুলে গেছি,ভুলে গেছি
শব্দগুলোর কথা হওয়ার অপেক্ষা করতে,
বিশ্বাসহীনতার যুগে দাঁড়িয়ে আমরা
কথা বলি শব্দগণ্ডের ভাষায়।

থামো।বিভাবরী।

চলো দাঁড়াই আদিম সত্যের ছায়ায়,
চোখ বন্ধ করে মাখি
দুটো শরীরের প্রয়োজনের শেষে
যেটুকু সারল্য পড়ে থাকে
শব্দসীমাহীন নিঃসুরের মাঝে।
দেখবে,চিরন্তন সমীকরণে আমরা
চলরাশির বিনিময় খেলায়
অবিচল দুটো ধ্রুবক।

হাঁটো।বিভাবরী।


Advertisement

Leave a Reply