ভাবনার সংশয় কেবলই ছলনায়

0
157
Advertisement

জানিস তো আমিই শুধু শুধু ভাবি ,ভাবতেই থাকি।

একটা কোনো সময় যেটা হয়তো তার কাছে সময় বলে পরিচিতই পায়নি ঠিক সেই সময়টা,

যেই সময় তার দিকে তাকালে সেও আমার দিকে ঘুরে তাকাতো,

সেই সময়টায় কাউকে কারোর ভালো ছাড়া খারাপ কিছু মাথায় ই আসতো না,

Advertisement

যেই সময়টায় কি দারুন করে একে অপরের ভালোটাকে টেনে বের করার প্রবল ইচ্ছায় আমরা ব্যস্ত থাকতাম দুজনে, 

সময় টা ছিল কেবল চিন্তা মগ্ন থাকার চেষ্টায়,

যেটা আনতো  আমাদের জীবনে নতুন এক ভোরের সূর্যের কিরণটির মতো চারিদিকে আলো ছড়িয়ে দেওয়ার বাস্তব রূপ,   

যা আজ হয়ে আছে সেই কয়লার খনির সবথেকে শেষ প্রান্তটি ,

যেটা খুঁজে পেতে পেতে হয়তো আমারাই একদিন সেই সাদা কাপড়ে মুড়ে যাবো সেই কফিন বাক্সটিতে

Writer: Subhamoy Das
Advertisement

Leave a Reply