শূন্য অথবা প্রেমিক

0
209
Advertisement

রাগের উপর রাগ জমলে হয় হিংসা
রাগের ভিতর কষ্ট জমে হয় অভিমান
রাগের উপর হিংসা জমে হয় অপরাধ
রাগের তলায় দুঃখ চেপে হয় গান
রাগের উপর অপরাধ জমে হয় ধ্বংস
ধ্বংসের উপর ধ্বংস চেপে হয় শূন্য
শূন্যের সাথে শূন্য বেঁধে হয় প্রেম
জটিল তত্ত্বের সহজিয়া পথে হাঁটে প্রেমিক

কী বলবে,যদি বলি ভালোবাসি তোমায়?
হিংসুটে-অভিমানি-অপরাধি-গায়ক-ধ্বংস-শূন্য
নাকি প্রেমিক?
.
.
.
প্রশ্নেরা ধাঁধা খেলে উত্তরের সাথে
শব্দের ভিড়ে মিশে চুপ হয়ে যায় কথা
তন্দ্রার গোপন প্রকোষ্ঠে তুমি হাসো
আমার হাসি সমান্তরালে মিশে যায়

Advertisement

Leave a Reply