Advertisement
এই শহরে প্রতিনিয়ত ঝরে পড়ে
পলাশের দল আগুন বুকে করে;
সত্যের মতো উষ্ম প্রেমের সাচ্ছল্যে,
তুমি,কৃষ্ণচূড়ার বাঁধভাঙা আবেগ,
রক্তের তারুণ্য মেখে একরোখা স্রোত।
প্রতিদিনের সহজ কথাদের নিস্তব্ধতা
আর নিত্য চাওয়া-পাওয়ার জটিলতা
প্রশমনের আশ্বাসী ঠিকানা,তুমি,
বৃষ্টি হয়ে ঝরে পড়ো প্রেমের কবিতার
আগলে রাখা ছন্দের অভিমানী সুরে।
ভালোবাসার সরলীকরণে একমুঠো রোদ
আর বৃষ্টির প্রেমের উপনিবেশ,তুমি,
রামধনুর স্বাধীনতায় হৃদয় রাঙাও
আর ক্ষতবিক্ষত প্রেমিকের বুকে
বসন্তের শীতলতার মতো জাপটে ধরো।
প্রয়োজনের পৃথিবীতে একমুঠো বিপ্লব,
তুমিই,প্রেমের সিক্ত-দৃপ্ত-অঙ্গীকার।
Advertisement