Advertisement
ইচ্ছে করে এক মুহুর্তে মুখ হয়ে উঠি
আমার লাগামহীন আবেগের;
হাজার বছরের ক্লান্ত পথিক হয়ে তোমার
ছায়ায় দু’দন্ড শান্তি মাখব;
আমি সনাতনী প্রেমে তোমায় বাঁধব না
কিংবা
সমকালের সামীপ্যে তোমায় মাপব না,
তোমার ভালবাসার প্রত্যেক বিন্দুতে আমি
হারাবো অতলান্তের শীতলতায়
ব্যস্ততম সমীকরণে একমুঠো প্রাণ ভরে দিতে
আলোকবর্ষীয় প্রেমিক সুরের আখোরে তাই
আকন্ঠ তুমিত্বে আমি গাইব গান।
.
.
.
শক্তির বিনাশ হয় না।
ভালোবাসার বিনাশ হয় না।
সময় বদলাবে,চরিত্র বদলাবে,
গানটা থেকে যাবে।তুমি থেকে যাবে।
মুহূর্তেরা এভাবেই রুখে দাঁড়াবে সময়ের সম্মুখে।
ইচ্ছেরা বাঁচবে। স্বপ্নেরা বাঁচবে। বাঁচব আমরা।
Advertisement