Advertisement
হাওয়ার ভাঁজে উড়ছে আবির,
রং-রঙীন মুখ আনন্দমুখর;
দোলপূর্ণিমায়
একরাশ কালো মুছে যাবে জ্যোৎস্নায়
…
চারিপাশে তাজা প্রাণের ভিড়ে
প্রেমিক রোদ্দুরের স্নিগ্ধতা
আনন্দ মাখায় মুখে,
তবু,
জনপথ ধুলো ওড়ায় আবির নয়:
ওদের স্বপ্নগুলোয় এখনও ধুলো জমে।
অসময়-অবক্ষয়-চূড়ান্ত অবক্ষয়-মরণকামড়-প্রতিঘাত-বিপ্লব-সময়
…
আমার এ কবিতা তোমায় দিলাম,
ভিখারিনী।
তোমাকে চাই,স্রোতস্বিনী।
তোমায় ডাক পাঠালাম,সাহসিনী।
রাঙিয়ে দিয়ে যাও-
আরেকটিবার
রাঙিয়ে দাও এই পান্ডুর পৃথিবীকে।
Advertisement