নিবেদন

0
354
Advertisement

সব প্রশ্নের উত্তর সত‍্যি হয় না।
‘সত‍্য’ বড়ো স্বচ্ছ,আকস্মিক ও নির্বোধ।
প্রশ্নেরা ‘সত‍্য’ উদঘাটনে উদগ্রীব
তবুও ‘মিথ‍্যে’-র মোড়কে ‘সত‍্য’ চায়।

পৃথিবীটা বড়ো স্বচ্ছ হয়ে যাবে এমনটা না হলে।
সেই স্বচ্ছ পৃথিবীতে রহস্য নেই,
উত্তেজনা নেই,উন্মাদনা নেই,গতি নেই
উত্তরগুলো তাই সত‍্য ‘চায়’ অবিরাম।

কোনো এক কল্পনার বুননে অক্ষত
স্বপ্নগুলো প্রাঞ্জল উষ্ণতায় বাঁচে
আর অসচ্ছ পৃথিবীর টানাপোড়েনে
বাঁচে কবি-বাঁচে প্রেম-বাঁচে কবিতা

মিথ্যে দিয়ে ঢাকি উত্তর তাই,
অতিশয়োতায় ঢাকি আবেগ,
নৈঃশব্দে বাঁচুক একান্ত গোপনীয়তা;
‘সত‍্য’-গুলো কেবল স্বপ্ন‌ই থেকে যায়।


Advertisement

Leave a Reply