Advertisement
রক্ত নেই। তড়িৎ চুম্বকীয় হাহাকার
শুষেছে বিপ্লবের আর্তনাদ-
চাকায় লেগে দুঃস্বপ্নের উপকথা,
অবশ্যম্ভাবী শোকপ্রকাশ সময়ের অপেক্ষা!
"সার্কুলার রোড, ধন্যবাদ।"
দূর্-আত্ম-হত্যা-ঘটনা-মুক্তি;
পালাবার ইচ্ছের উপসংহারে:
মুক্তি আগন্তুক, শাশ্বত সমীকরণ।
আর ধাক্কা নয়, এবার শুধুই সুড়সুড়ি!
(...)+(...)+(...)
হে কবি,
ঐতিহ্যের দম্ভে বিপ্লব নিঃসঙ্গ,নির্স্পর্শ:
মহাপ্রস্থানের চেয়ে নির্লিপ্তি প্রিয়।
.
.
.
ভালো থেকো কবিত্বের গোরে(...)
Advertisement